ছাত্রকে থাপ্পড় দেওয়া জাবির ২ ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ

 যুগান্তর প্রতিবেদন 
১৬ নভেম্বর ২০২২, ০৯:১০ পিএম  |  অনলাইন সংস্করণ

কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়া এক ছাত্রকে থাপ্পড় দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

দুই শিক্ষার্থী হলেন নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের সুমাইয়া বিনতে একরাম ও আনিকা তাবাসসুম।

এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী এসএম আরিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ মাহতাব। 

আদালতে রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন তাদের পরীক্ষার ফলাফল ঘোষণাতেও কোনো বাধা নেই।

এক শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়া, অশ্রাব্য ভাষায় গালাগালি ও অসদাচরণের অভিযোগে ২৬ জানুয়ারি সুমাইয়াকে এক বছরের জন্য এবং আনিকা তাবাসসুমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

পরে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দুই শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। গত ২০ ফেব্রুয়ারি রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি তাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে নেওয়ার এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন। তবে তাদের ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন