২৯ বছর আগের রেকর্ড ভাঙল তৌফিক

 স্পোর্টস ডেস্ক 
১২ নভেম্বর ২০২২, ১০:৫১ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় বয়সভিত্তিক সাঁতারের দ্বিতীয় দিনে ১০ বছর বালক বিভাগে ২৯ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছে বিকেএসপির তৌফিক। ৩৯.৪০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে সে। 

এর আগে ১৯৯৩ রাজশাহী শিক্ষা বোর্ডের আশরাফ আলী ৪০.১৭ সেকেন্ডে রেকর্ড গড়েছিল। 

শহিদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার ৩৫টি ইভেন্টের মধ্যে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। 

১৩-১৪ বছর বালক বিভাগের ৫০ মিটার ফ্রি-স্টাইলে বিকেএসপির ইমরান হাসান ২৬.৮৪ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে। এর আগে ২০১১ সালে বিকেএসপির টিটু মিয়া ২৬.৯৮ সেকেন্ড সময় নিয়েছিল। 

১৫-১৭ বছর বালক বিভাগে বিকেএসপির তোফায়েল ২৫.৪৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে। সে ভেঙে দেয় ২০১২ সালে একই সংস্থার আরিফুল ইসলামের গড়া ২৫.৬১ সেকেন্ডের রেকর্ডটি। 

দ্বিতীয় দিন শেষে বিকেএসপি ৫৪টি স্বর্ণ, ৪৪টি রুপা, ২৪ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা শীর্ষে রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন