এটাই কি মেসির শেষ বিশ্বকাপ?

 স্পোর্টস ডেস্ক 
১৬ নভেম্বর ২০২২, ০৬:০১ পিএম  |  অনলাইন সংস্করণ

তিন দিন পর কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার বিশ্বকাপ মিশন শুরু হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। 

বিশ্বকাপ শুরুর আগেই মেসি ইঙ্গিত দিয়েছেন এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এরপর আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখা যাবে না। বিশ্বকাপের পরই তিনি অবসরে যাবেন। 

মেসি বলেছেন, আমি ফুটবল ভালোবাসি। খেলাটা উপভোগ করি। সারাজীবন খেলা নিয়েই থাকতে চাই। তাই ফুটবলের সঙ্গে যুক্ত এমন কোনো কাজই করব। জানি না কী হতে চলেছে। তবে খুব বেশি দিন খেলব এটা মনে হচ্ছে না।

তবে বিশ্বকাপ শেষে ফুটবল থেকে অবসরে যাবেন কিনা এ ব্যাপারে পরিষ্কার ধারণা দেননি মেসি। তিনি বলেছেন, আমি জানি না। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন ছিল। মাঠে নেমে নীল-সাদা জার্সি পরে খেলতে চেয়েছিলাম। কিন্তু এখন খেলতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হবে। 

তিনি আরও বলেছেন, সম্প্রতি আমার জীবনে বড় পরিবর্তন এসেছে এবং সেটা অনেক সময় নিয়েছে। এখন সেটা পেরিয়ে এসেছি। সুন্দর একটা শহরে থাকি এবং তাদের হয়ে ক্লাব ফুটবল খেলি। প্রথম বছর কঠিন ছিল। খুব একটা উপভোগ করতে পারিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

১২ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২