আইপিএল নিলামে নেই সাকিব-লিটন, আছেন মাহমুদউল্লাহসহ ৬ টাইগার

 অনলাইন ডেস্ক 
০২ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ পিএম  |  অনলাইন সংস্করণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ এ নতুন আসরের নিলামের জন্য বানানো হয়েছে প্লেয়ার ড্রাফট। ভারতসহ বিভিন্ন দেশের ১১৬৬ ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। সেখানে নাম আছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটারও। তবে অবাক করার বিষয়— এবারের ড্রাফটে নাম দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের সেরা তারকার এভাবে গুটিয়ে নেওয়ার কী কারণ থাকতে পারে, তা অনেকেই আলোচনায় রেখেছেন। ব্যস্ততা বেড়েছে সাকিবের। ক্রিকেটের বাইরে তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছেন। এছাড়া সবশেষ ভারত বিশ্বকাপে ভালো পারফর্ম করতে না পারায় সবার নজর থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি।

আর এই ভালো পারফর্ম করতে না পারার কারণেও সাকিবের দিকে ফ্যাঞ্চাইজিগুলোর নজর কম থাকবে সেটি হয়তো তিনি নিজেও বুঝতে পেরেছেন। সে কারণেই হয়তো তার এভাবে সরে যাওয়া। এছাড়া আইপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলেরও খেলা রয়েছে। সবমিলিয়ে বলা যায় বাস্তবতার কথা চিন্তা করেই আইপিএল থেকে সরে এসেছেন সাকিব।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন