শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকট: দ্রুত নিরসনের উদ্যোগ নিন

 সম্পাদকীয় 
২২ নভেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেই আইএমএফ-এর শর্ত পূরণের লক্ষ্যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে দাম বাড়ায় গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। এটি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দেবে শিল্প খাতের জন্য। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে এলএনজির দাম গত ৭ মাসের মধ্যে সর্বনিু পর্যায়ে নেমে আসার পরও গ্যাস ক্রয়ের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না পেট্রোবাংলা।

উল্লেখ্য, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে ৬ নভেম্বর প্রধানমন্ত্রী জ্বালানি বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশ গত ১৪ দিনেও কেন কার্যকর করা গেল না, এটাই প্রশ্ন। শিল্প খাতসংশ্লিষ্টদের অভিমত হচ্ছে-বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলায় মোট কর্মঘণ্টার ৪০-৪৫ শতাংশও কাজে লাগানো যাচ্ছে না। বস্তুত গত এক বছরে উৎপাদন ৫০ শতাংশের বেশি কমে গেলেও শ্রমিকদের বেতনভাতা ঠিকই পরিশোধ করতে হচ্ছে। এ কারণে অনেক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। বলা চলে, দেশের মোট শিল্প-কারখানার প্রায় ৭০ ভাগই এখন হুমকির মুখে, যা অর্থনীতির জন্য অশনিসংকেত।

শিল্প-কারখানায় বিপর্যয় নেমে এলে দেশের রপ্তানি খাত অনিশ্চয়তার মুখে পড়বে। এমনিতেই করোনার কারণে দীর্ঘদিন শিল্পকারখানা বন্ধ ছিল। বন্ধ থাকাকলীন গ্যাসের বিল বা জরিমানা মওকুফ হয়নি। এরপরও শিল্পমালিকরা ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সে আশায় গুড়ে বালি। দেশে দীর্ঘদিন ধরে বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ার কারণে অনেক উদ্যোক্তা বিনিয়োগ করেও উৎপাদনে আসতে পারছেন না। অন্যদিকে নতুন বিনিয়োগেও আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। অভিযোগ রয়েছে, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও তা উত্তোলনে নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। বিশেষজ্ঞদের ধারণা, এটি গ্যাস খাত নিয়ে ষড়যন্ত্র। বস্তুত দেশে জ্বালানি খাত নিয়ে একধরনের স্বেচ্ছাচারিতা চলছে বলেই প্রতীয়মান হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের শিল্প খাত ধ্বংস হয়ে যাবে। দুঃখজনক হলো, বিশ্বের অনেক দেশেই বিনিয়োগ উৎসাহিত করার জন্য উদ্যোক্তাদের নানারকম সুযোগ-সুবিধা এবং বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও দেশে এর উলটো চিত্রই পরিলক্ষিত হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন